সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে শালবনিতে যাচ্ছেন সৌরভ – সূত্রের খবর

নিউজ ডেস্ক ::আগামীকাল শালবনিতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শালবনিতে দু’টি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ার কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানা হয়েছে। তার পরেও বেশ কিছু পরিমাণ জমি পড়ে আছে। সেখানেই জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠবে। এবার সেই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে যাবেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন থেকে তিনি জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলাজুড়ে এখন সাজো সাজো রব। তবে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?‌ এটাই এখন বড় প্রশ্ন। নবান্ন সূত্রের খবর সৌরভ যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গী হয়ে।

এখন শিল্পপতি হওয়ার পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। পারিবারিক ব্যবসা তো ছিলই। এবার নিজেও ইস্পাত কারখানা গড়তে চান। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা শিল্প বৈঠকে থেকেছেন সৌরভ। সেটা শুধু দেশের মাটিতে নয়। বিদেশের মাটিতেও। সম্প্রতি লন্ডন থেকে ঘুরে এসেছেন। যেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা বারবার তুলে ধরেছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে দুবাইয়ের মাটিতেও। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও সফল। এখন শালবনিতে জিন্দাল গোষ্ঠী বিদ্যুৎ কারখানার শিলান্যাস হবে। সেখা আমন্ত্রিত হলেন বঙ্গসন্তান সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল, সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভ বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *