আদৌ কি যোগ্য ও অযোগ্যদের লিস্ট প্রকাশিত হবে? সন্দীগ্ধ চাকরিহারা আন্দোলনকারীরা

নিউজ ডেস্ক ::সোমবার বিকেলের মধ্যেই যোগ্য ও অযোগ্যদের লিস্ট প্রকাশ করার কথা ছিল। কিন্তু OMR শিট না থাকলে আর কিসের ভিত্তিতে লিস্ট বের করবে SSC। এই নিয়েই এবার আন্দোলনে প্রার্থীরা। তালিকা আদৌ প্রকাশিত হবে কি না সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এর মধ্যেই ফের চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। কমিশনের উপর চাপ বাড়াতে এসএসসি ভবন অভিযানে যোগ্য শিক্ষক-শিক্ষকা অধিকার মঞ্চ। SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। যতক্ষণ না তালিকা প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বঞ্চিতরা। একজন চাকরিহারা বলেন, “কোনও কাউন্সিলিংয়ের অজুহাত চলবে না। যোগ্যদের লিস্ট লাগবে। তা না হলে এক্ষুনি ২২ লক্ষ OMR পাবলিশড করুন।”

চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে প্রবল কথাকাটাকাটি চাকরি হারাদের। তাঁদের একটাই বক্তব্য, রুদ্ধদ্বার বৈঠক অনেক হয়েছে, আর নয়! তালিকা প্রকাশ নিয়ে অনড় চাকরিহারা।
দিকে আন্দোলনের জেরে অবরুদ্ধ সল্টলেক। এসএসসি ভবনের সামনে বসে অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এক চাকরিহারা শিক্ষিকা বলেন, “আমরা কোনও দিশা খুঁজে পাচ্ছি না। মোট কথা যোগ্য অযোগ্যদের যুক্তিযুক্ত লিস্ট আমরা চাই। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *