ভারত থেকে কি এবার হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে?

নিউজ ডেস্ক ::এমন একটা প্রশ্ন শুধু সামনে আসছে না ক্রমেই জোরালো হয়ে উঠছে। জানা গিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাবার চেষ্টা করার অভিযোগ করা হয়েছে। রেড নোটিসের আবেদন গৃহীত হলে, ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করছে ঢাকা। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোলের কাছে এই আবেদন দাখিল করেছে। আদালতের নির্দেশেই এই আবেদন করা হয়েছে। এর পুলিশ আধিকারিক বলেন, “তদন্ত চলাকালীনই এই অভিযোগগুলি উঠে এসেছে। তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারির আবেদন জানানো হয়েছে।”

ইউনূস সরকারের দাবি, দেশের বাইরে থেকেও শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। এর আগে, গত বছরের নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অফিসের তরফেও পুলিশকে বলা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক। প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্ট মাসে ছাত্র গণ আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। ভারতে আশ্রয় নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *