নিউজ ডেস্ক ::ধোনির চেন্নাইকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিল মুম্বই। ধোনি আরও একবার ব্যাট হাতে ফেল। অন্যদিকে, রোহিত শর্মা আরও একবার হিটম্যান হয়ে ফিরলেন আইপিএলে। বুঝিয়ে দিলেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসে চেন্নাইকে ৯ উইকেটে হারাল মুম্বই। জয়ের হ্যাটট্রিক করে ফেলল তারা। একটা সময় ছিল, ধোনি আইপিএলে নামলে চেন্নাই সমর্থকরা নিশ্চিন্ত হতেন। তবে সেই যুগ বোধ হয় অতীত! কারণ ধোনির সেই কেরামতি আইপিএলে আর কাজ করছে না। রুতুরাজ গায়কোয়াড় চোট পান। ধোনির হাতে ফিরে আসে অধিনায়কের ব্যাটন। কিন্তু ধোনি সাফল্য পাচ্ছে না।
রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চেন্নাই শুরু থেকেই ধুঁকতে থাকে। রাচীন রবীন্দ্র ফিরলেন মাত্র ৫ রানে। সাইক রশিদ ১৯। এদিন ১৭ বছরের আয়ুষের অভিষেক হয়ে গেল। রুতুরাজের বদলি হিসেবে আসা আয়ূষ এদিন ১৫ বলে ৩২ রান করে। তবে রবীন্দ্র জাদেজা ও শিবম দুবের হাফসেঞ্চুরি এগিয়ে নিয়ে গেল চেন্নাইয়ের ইনিংস। ধোনি করলেন মাত্র ৬। ১৭৬ রান করে চেন্নাই। রোহিত শর্মা শুরু থেকেই রণং দেহি মেজাজে। করেন ৭৬ রান। সূর্যকুমার করেন ৬৮ রান। চেন্নাইয়ের বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জেতে মুম্বই।
