নিউজ ডেস্ক ::মানবিকতার নজির গড়লেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। রবিবার রাতে গাড়ি করে বাড়ি ফিরছিলেন মন্ত্রী। হঠাৎ একটা টোটো সেই গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে ছিলেন এক স্বামী-স্ত্রী ও তাদের ৯ মাসের বাচ্চা। ঘটনাক্রমে জানা গিয়েছে, রবিবার মেদিনীপুরে একটি নিজস্ব কাজে এসেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রামে বাড়ি ফেরার পথে মেদিনীপুর শহরের গির্জার কাছে তাঁর গাড়িতে একটি টোটো ধাক্কা মারে। তাতে মন্ত্রীর গাড়ি ব্যাকলাইট ভেঙে যায়। অন্যদিকে, টোটোতে থাকা স্বামী-স্ত্রী ও তাঁদের নয় মাসের শিশু আহত হয়। মহিলার হাতে-পায়ে চোট লাগে । এরপর দ্রুত মন্ত্রী তাঁর গাড়িতে তুলে আহতদের নিয়ে মেদিনীপুর হাসপাতালে রওনা দেন । সেখানে তাঁদের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং তত্ত্বাবধান করেন । পরে চিকিৎসকরা তাঁদের সুস্থতার কথা জানালে, বীরবাহা বাড়ি ফেরেন ৷ তিনি বাড়ি যাওয়ার আগে আহত স্বামী স্ত্রীকে নিজের ফোন নম্বর দিয়ে বলেন, প্রয়োজন হলে তাকে যেন ফোন করে। তিনি তাদের পাশে থাকবেন।
এই বিষয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “মেদিনীপুর থেকে বাড়ি ফিরছিলাম। আমার গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হতেই এক শিশু-সহ তার বাবা, মা রাস্তার ধারে গর্ততে পড়ে যায়। আহত অবস্থায় তাঁদের তুলে নিয়ে গিয়ে আমি হাসপাতালে ভর্তি করি ৷ ওনারা তাড়াতাড়ি সুস্থ হোক এটাই চাই ৷ তাঁদের পাশে রয়েছি আমি ৷” আহত পরিবারের সদস্যরা বলেন, “আমরা কুইকোটা যাচ্ছিলাম। যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ি ৷ মন্ত্রী গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে জানতে পারি, বীরবাহা হাঁসদা আমাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক জানিয়েছেন, আমাদের সন্তান সুস্থ আছে, বাচ্চার মা আহত আছে। মন্ত্রী অনেক খোঁজ খবর নিয়েছেন।” বন মন্ত্রীর এই মানবিকতায় আপ্লুত ওই পরিবার ও সাধারণ মানুষ।
