নিউজ ডেস্ক ::বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযানে ওয়ার্ড কাউন্সিলর।
ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মালদা রেলস্টেশন চত্বরে হানা দিয়ে বেশ কয়েকটি দেশি ও বিদেশী মদের বোতল উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন কাউন্সিলার ও ওয়ার্ড কমিটির সদস্যরা।
মালদা শহরের বিভিন্ন এলাকায় গজিয়ে উঠছে বেআইনি মদের ঠেক। নেশায় আসক্ত হয়ে পড়ছেন যুবকরা। নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় বেআইনি মদের ঠেকে হানা দেন কাউন্সিলর সুজিত সাহা। মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় অভিযান চালান কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির সদস্যরা।
সুজিত বাবু বলেন, নেশা মুক্ত সমাজ গড়তে বেআইনি মদের ঠেক বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে । নেশায় আসক্ত হয়ে পরছে যুবকরা, ধ্বংসের পথে যাচ্ছে তারা। নষ্ট হচ্ছে তাদের পরিবার।সুস্থ সমাজ গড়তে বেআইনি মদের ঠেক বন্ধ করা উচিত। ওয়ার্ডের কোনো এলাকাতেই বেআইনি মদের ঠেক থাকবে না। পুলিশের সহযোগিতায় বেআইনি মদের ঠেক বন্ধের অভিযান চালানো হচ্ছে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে।
