উলুবেড়িয়ার সেচ ক্যানেল রোড ধরে মানুষ চলেছে জীবনের ঝুঁকি নিয়ে

নিউজ ডেস্ক ::উলুবেড়িয়ার প্রচুর মানুষের যাতায়াতের নির্ভরযোগ্য রাস্তা সেচ ক্যানেল রোড। কিন্তু সম্প্রতি ক্যানেলে ভাঙন ধরায় সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। উলুবেড়িয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জামবেড়িয়া এলাকায় রয়েছে রাজাপুর সেচ ক্যানাল। তার পাশ দিয়ে চলে গিয়েছে ঢালাই রাস্তা। ওই রাস্তার উপর নির্ভরশীল সাতটি গ্রামের মানুষ। ওই রাস্তা ধরেই আশপাশের গ্রামের বাসিন্দারা ১৬ নম্বর জাতীয় সড়কে পৌঁছান। হাওড়া-খড়াপুর শাখার ফুলেশ্বর স্টেশনে যেতে গেলেও এই পথ ধরতে হয়। কিন্তু এই রাস্তার হাল এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, সেখান দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পাড় ধসে যাওয়ায় রাস্তার বেশ কিছুটা অংশ ক্যানালের গর্ভে চলে গিয়েছে। তার উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে।

মাটি বসে গিয়ে ক্যানালের পাশে একটি আবাসিক বাড়ি এবং স্থানীয় একটি মসজিদে ফাটল দেখা দিয়েছে। ফলে চিন্তায় পড়েছেন আশপাশের বাসিন্দারা। মহসিন মল্লিক, মুদির দোকানের মালিক নুরুদ্দিন, জরির কারখানার মালিক মনোজ মল্লিকরা জানাচ্ছেন, যে ভাবে ক্যানালের পাড়ে ধস নামছে তাতে কেউ আর নিরাপদ বোধ করছেন না। যে কোনও দিন বিপদ ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা শেখ ইনামুল জানিয়েছেন, রাজাপুর ক্যানালের পূর্ব দিকে জামবেড়িয়া, চকবৃন্দাবনপুর, জগৎপুর-সহ মোট সাতটি গ্রাম রয়েছে। রোজ গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। এই এলাকায় দুটি হাই স্কুল এবং বিশেষভাবে সক্ষমদের জন্য একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার পড়ুয়ারা এই পথ দিয়েই রোজ স্কুলে যেত। কিন্তু রাস্তার বেহাল দশার জন্য তারা এখন অন্য পথ দিয়ে যাতায়াত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *