নিউজ ডেস্ক ::খবর বিবাহবার্ষিকী। ভক্তদের উদ্দেশ্যে ছবি পোষ্ট করলেন ঐশ্বর্য। জনপ্রিয় এই জুটি কিন্তু কয়েক মাস ধরেই বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চায় রয়েছেন! রবিবার ১৮ তম বিবাহ বার্ষিকী ছিল অভিষেক ও ঐশ্বর্যের। জীবনের এই বিশেষ দিনে এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করলেন বলি ডিভা। তবে সেখানে দেখা মিলেছে রাজকন্যে আরাধ্যারও। ক্যাপশনে বলি অভিনেত্রী একটি সাদা রঙের একটি লাভ ইমোজি দিয়েছেন। তাছাড়া আর কিছু লেখেননি এই বলি ডিভা। এতেই খুশি ভক্তমন্ডলী। ছবিটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। যেখানে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুগামীরা।
বহু অনুরাগী বহু মন্তব্য করেছে। আসল কথা আবার তাদের একসঙ্গে ছবিতে দেখা গেলো। অনেক ভক্ত তাঁদের অভিনন্দন জানিয়েছেন। আবার অনেক ভক্তকে লিখতে দেখা গেছে, আপনার পরিবারের হাসি যেন একই রকম ভাবে সারাজীবন থাকে। অপর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আপনাদের ওপর যেন কারোর নজর না পড়ে। আবার একজনের মতে, ফাইনালি আপনার সব ঠিক হয়ে গেছে। এটা খুব ভালো, পরিবারের থেকে আগে কিছু হয় না। একজন অনুরাগী লিখেছেন, দেখে খুব ভালো লাগছে যে আপনারা যে সুখী আছেন। বহুদিন পর আপনাদের একফ্রেমে দেখে বেশ ভালো লাগছে।
