শিক্ষামন্ত্রীর কথায় বিভ্রান্তি আন্দোলনকারীদের মধ্যে

নিউজ ডেস্ক ::সোমবার সকাল থেকেই SSC অফিসের সামনে ভিড় জমা শুরু হয় আন্দোলনকারীদের। রাতে তা ব্যাপক আকার নেয়। যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় থেকেছেন তাঁরা। এরই মাঝে আন্দোলনকারীদের ধৈর্য ধরার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরই সঙ্গে তিনি দাবি করেন, যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশ করার কোনও নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। এই আবহে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভ্রান্তি বজায় রাখলেন শিক্ষামন্ত্রী। অথচ এই ব্রাত্য বসুই কথা দিয়েছিলেন ২১ তারিখের মধ্যে যোগ্য ও অযোগ্যর তালিকা প্রকাশ করবে। এই মুহূর্তে তিনি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন। ফলে বিভ্রান্তি তৈরী হয়েছে আন্দোলনকারীদের মনে।

এর আগে চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে এসএসসি আবেদন জানিয়েছিল যাতে যোগ্য শিক্ষকদের আপাতত পড়াতে দেওয়া হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যে সকল শিক্ষকের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং পড়াতে পারবেন। তবে এরপরও শিক্ষকরা বিভ্রান্ত। কারণ কারা যে যোগ্য, আর কারা অযোগ্য… কারা স্কুলে যেতে পারবেন এবং কারা যেতে পারবেন না, তা এখনও স্পষ্ট নয়। সোমবার যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে বলেও তা প্রকাশ করেনি এসএসসি। এই আবহে মুখ খুলেছেন ব্রাত্য বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *