নিউজ ডেস্ক ::সজল ঘোষের স্পষ্ট কথা, তিনি রাজনীতি করলেও এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুধুই মানবিকতার খাতিরে তিনি এটা করছেন। রাত ২টো বেজে গেলেও এসএসসি ভবনের ভেতরেই আটকে থাকেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিকে, চাকরিহারাদের জন্য জলের ব্যবস্থা করে দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। যোগ্যদের তালিকা না বেরোনো পর্যন্ত এসএসসি ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকরা। এদিকে করুণাময়ীতে কাঁদানে গ্যাস, লাঠি হাতে নিয়ে নামে পুলিশের ব়্যাফ। খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। মাটি আঁকড়ে শুয়ে বসে প্রতিবাদে অনড় শিক্ষকরা। তাদের দাবি, “ওরাই রাস্তায় নামিয়েছে। তালিকা না দিলে আমরা সরব না।”
বিনিদ্র রাত ধরনা প্রতিবাদ চাকরিহারাদের। এদিকে রাতেই প্রতিবাদীদের জন্য জলের ব্যবস্থা করেন বিজেপি নেতা সজল ঘোষ। কোনও রাজনৈতিক কারণে নয়, সম্পূর্ণ মানবিক দিক থেকে এই আয়োজন বলে জানান তিনি। বায়ো টয়লেট বসাতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন চাকরিহারারা। যদিও সজলের আশ্বাস, বায়ো টয়লেটও আনা হচ্ছে। সজল ঘোষ বলেন, “জল দেওয়ার সঙ্গে যাতে রাজনীতি না জড়ায়। বায়ো টয়লেট আসবে কিন্তু তা যেন মহিলারা ব্যবহার করেন সেই অনুরোধ থাকবে। আমি রাজনীতি করি। কিন্তু তার মানে এই নয় আমি বাংলার মানুষ না। এসএসসি কর্তারা অর্ডার করা খাবার খাক, কিন্তু চাকরি খেলেন কেন? বায়ো টয়লেট আসতে ২ ঘণ্টা সময় লাগবে।
