নিউজ ডেস্ক ::বিশ্ব আধুনিক হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নিয়মের পরিবর্তন হচ্ছে। এক নতুন আধুনিকতার নজির গড়লো ইতালি। যৌন সঙ্গম খাদ্য-বস্ত্র-বাসস্থানের মতোই গুরুত্বপূর্ণ। এই কথাটা অনেক সময় মানতে চায় না অনেকেই। কিন্তু এবার সেই কথাটাই যেন মেনে নিচ্ছে ইউরোপীয় দেশ ইতালি। তাই এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। প্রথমবারের মতো জেলে সঙ্গম কক্ষ খোলার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। এই ‘সেক্স রুম’-এ জেলবন্দি কয়েদিরা তাঁর সঙ্গীর সঙ্গে দেখা করার এবং তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার সুযোগ পাবেন। আদালতের নির্দেশে সংশোধনাগারে বন্দিদের অন্তরঙ্গ সময় কাটানোর জন্য বা আরও পরিষ্কার করে বললে যৌন মিলনের জন্য বিশেষ ঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে জেলের ভিতরে স্ত্রী বা দীর্ঘদিনের সঙ্গম সঙ্গীর সঙ্গে মিলনের সুযোগ পাবেন জেলবন্দিরা। এই নীতি নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু নীতিটা যে আধুনিক তাতে কোনো সন্দেহ নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবারই সেন্ট্রাল উমবেরিয়া রিজিয়নে টেরনি সংশোধনাগারে এই বিশেষ ‘সেক্স রুম’-এ চালু করা হয়েছে। জেল বন্দি এক কয়েদি নিজের মহিলা সঙ্গীর সঙ্গে ওই ঘরে বিশেষ সময় কাটান। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে আদালতের রায়েই এই ব্যবস্থা করা হয়েছে। কোনও নিরাপত্তা রক্ষীর উপস্থিতি ছাড়াই সঙ্গীর সঙ্গে একান্তে ২ ঘন্টা সময় কাটানোর সুযোগ পাবেন কয়েদিরা।
