যেভাবে পড়াশুনা না করেও যারা অভিনয় জগতে খ্যাতির শীর্ষে

নিউজ ডেস্ক ::সাধারণভাবে একটা কথা আমরা সবাই জানি যে, যে যেই পেশাতেই থাকুক না কে তার পড়াশুনাটা পাশাপাশি চলতে থাকে। কিন্তু বলিউডে এমন অনেক তারকা আছেন, যারা বিশেষ পড়াশুনা করেন নি। তাদের মধ্যে অন্যতম হলেন –

  • আলিয়া ভাট
    প্রথমেই আসি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের কথায় অর্থাৎ রণবীর ঘরণীকে চেনেন না এমন কোনও অনুগামী আছেন বলে মনে হয় না। অভিনেত্রী দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলেও অভিনয়ের স্বপ্ন পূরণ করবার জন্য পড়াশুনা ছেড়ে দেন।
  • দীপিকা পাডুকোন
    আপনি কি জানেন, দীপিকা পাডুকোনের শিক্ষাগত যোগ্যতা কতদূর? এই বলিউডে সুন্দরী অভিনেত্রী দ্বাদশ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। স্নাতক ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এই গ্র্যাজুয়েশন তিনি কমপ্লিট করেননি।
  • কারিশ্মা কাপুর
    বলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে করিশ্মা কাপুরের। যিনি মুম্বইয়ের ক্যাথেড্রাল ও জন কনন স্কুলে পড়াশোনা করেছেন। তবে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপর কেরিয়ারকে আর বাড়ানো হয়নি তার।
  • সলমন খান
    সলমান খানের সুন্দর অভিনয়ে মুগ্ধ থাকেন আট থেকে আশির দর্শকরা। অনেক প্রতিবেদন থেকে জানা গেছে অভিনেতা স্কুলের পড়াশোনা শেষ করে কলেজেও ভর্তি হন। তবে কলেজে পড়ার সময়ই অভিনয়ের প্রতি বেশি ঝুঁকেছেন তিনি। যে কারণে তার বেশি দূর পড়াশোনা করা হয়নি।
  • আমির খান
    বলিউডের বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানকে সকলেই ভীষণ ভালোবাসেন। তার সুন্দর অভিনয় দেখে স্তব্ধ হয়ে যান সকলে। আপনি কি জানেন তিনি মুম্বইতে কলেজে ভর্তিও হন। তবে সিনেমায় অভিনয় করবার জন্য এবং বলিউড কেরিয়ার করার জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন।
  • শ্রদ্ধা কাপুর
    অভিনেত্রীর সুন্দর অভিনয় পছন্দ করেন প্রায় সকলেই তিনি। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের স্নাতক নিয়ে পড়াশুনা শুরু করলেও তিনি সিনেমায় চান্স পাওয়ার পর এক বছরের মধ্যে স্নাতক থেকে তিনি সরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *