অক্ষয় তৃতীয়া – কিছু জ্ঞাতব্য বিষয়

নিউজ ডেস্ক ::হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই দিনটি অত্যন্ত শুভ দিন। যেকোনও শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। প্রতিবছর এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয়। অক্ষয় তৃতীয়াকে আখা তীজ বলা হয়। এদিন পরশুরাম জয়ন্তীও পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দিন সত্য যুগ ও ক্রেতা যুগের সূচনা হয়েছিল বলে মনে করা হয়। এই দিন বিবাহ করা, সোনা, রুপোর জিনিস কেনা, নতুন কোনও শুভ কাজ করলে জীবনে সফলতা লেগে থাকে। শুধু তাই নয়, এদিন যদি আপনি উপোস করে কোনও ব্যক্তিকে দান করেন, তাহলে আপনার জীবনে পুণ্য লাভ করতে পারবেন।

  • অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে ২৯ এপ্রিল বিকেল ৫ টা ৩১ মিনিট থেকে, যা শেষ হবে ৩০ এপ্রিল ২ টো ৩১ মিনিট। এই বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধিযোগ। জ্যোতিষশাস্ত্রে সর্বার্থ সিদ্ধি যোগের সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষভাবে সম্পর্ক রয়েছে। দেবী লক্ষ্মীর পুজো করেন, তাহলে মনের ইচ্ছাও পূরণ হবে।
  • এই বিশেষ দিনে ব্দ্রীনাথ ধামের দরজা খোলা হয়। তাই অক্ষয় তিথিয়ায় পূর্বপুরুষদের তিল দিয়ে কুশ দিয়ে জল অর্পণ করলে আপনি চিরকালের জন্য তৃপ্তি পাবেন। শুধু তাই নয়, এদিন থেকে গৌরী ব্রত শুরু করা হয়। আবার এই দিন যদি আপনি কিংবা নদীতে স্নান করেন, যদি করেন তাহলে আপনার জীবনে সমস্ত পাপ ধুয়ে যাবে।
  • জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই উৎসবের দিন আপনি যদি কয়েক ফোটা গঙ্গা জল মিশিয়ে সেই গঙ্গা জল মিশিয়ে বাড়ির চারিধারে ছড়িয়ে দেন, তাহলে বাড়ি থেকে নেতিবাচক শক্তিও দূর হবে।
  • এই বিশেষ দিনে আপনি দারিদ্র ব্যক্তিদের ঘড়ি, কলসি ছাতা, ডাল, চিনি, ফল, পোশাক, ছাতু, শশা, তরমুজ ও দক্ষিণা দান করুন। এটি কিন্তু আপনি ব্রাহ্মণদেরও দান করতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *