নিউজ ডেস্ক ::তৃতীয় মহাযুদ্ধ হবে কিনা তা হয়তো লাখ টাকার প্রশ্ন। কিন্তু টুকরো টুকরো আঞ্চালিক যুদ্ধ হয়েই চলেছে। সেই পরিস্থিতিতে প্রত্যেক দেশ নিজেদের সামরিক অস্ত্র বাড়িয়ে চলেছে। সামরিক ক্ষমতার দিক থেকে বিশ্বের সব দেশগুলির মধ্যে এগিয়ে কে? কার শক্তি সবচেয়ে বেশি? কোথায় রয়েছে ভারত? পাকিস্তান-বাংলাদেশের অবস্থান বা কোথায়? সেই সব জানা যাবে এই রিপোর্টে। রইল সেই তালিকা।
- আমেরিকা – সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী আমেরিকা। শক্তি সূচক – ০.০৭৪৪। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সামরিক কর্মী সংখ্যা ২,১২৭,৫০০। ১৩,০৪৩টি বিমান এবং ৪,৬৪০টি ট্যাঙ্ক রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিস্তৃত বিমান বাহিনী এবং বিশ্বব্যাপী সামরিক ঘাঁটির নেটওয়ার্কও রয়েছে।
- রাশিয়া – দ্বিতীয় স্থানে রয়েছে পুতিনের দেশ। শক্তি সূচক – ০.০৭৮৮। মোট সামরিক কর্মী সংখ্যা ৩,৫৭০,০০০ এবং ৪,২৯২টি বিমান এবং ৫,৭৫০টি ট্যাঙ্ক রয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী তার বিশাল ট্যাঙ্ক বাহিনী এবং পারমাণবিক শক্তি ক্ষমতার জন্য বিশেষ ভাবে পরিচিত।
- চিন – শক্তিধর হিসাবে বিশ্বে সব দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে চিন। শক্তি সূচক – ০.০৭৮৮। বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী। মোট সামরিক কর্মী ৩,১৭০,০০০, ৩,৩০৯টি বিমান এবং ৬,৮০০টি ট্যাঙ্ক সহ। এটি সামরিক-প্রযুক্তিগত শক্তির উপরও মনোযোগ দিচ্ছে।
- ভারত – এই তিন দেশের পরেই রয়েছে ভারত। শক্তি সূচক – ০.১১৮৪ এর মোট সামরিক কর্মী ৫,১৩৭,৫৫০ জন, ২,২২৯টি বিমান এবং ৪,২০১টি ট্যাঙ্ক সহ। এই মুহূর্তে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশও বটে।
- দক্ষিণ কোরিয়া – পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। শক্তি সূচক – ০.১৬৫৬, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় ৫ম স্থান। এর সামরিক বাহিনীতে ৩,৮২০,০০০ জন কর্মী, ১,৫৯২টি বিমান এবং ২,২৩৬টি ট্যাঙ্ক রয়েছে। এর বেশিরভাগ বাহিনী উত্তর কোরিয়ার সীমান্তে মোতায়েন রয়েছে। এর পরে এসেছে যুক্তরাজ্য। এই তালিকায় পাকিস্তান আছে দ্বাদশ স্থানে আর ৩৫ তম স্থানে বাংলাদেশ।
