নিউজ ডেস্ক ::সে এক মর্মান্তিক দৃশ্য। বেছে বেছে হিন্দুদের খুন করেছে পাকিস্তানপন্থী ইসলামিক মৌলবাদীরা। সেই নৃশংস হত্যা কাণ্ডে ২৬ জনের মধ্যে ৩ জন বাংলার। তাদের মধ্যে ২ জনের মৃতদেহ এস পৌঁছয় তাদের বাড়িতে। ফেরেন তাঁদের পরিবারও। বিতান অধিকারী এবং সমীর গুহর শেষকৃত্যে হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ।
এদিন বিতানের শেষকৃত্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি শ্মশানে উপস্থিত থাকতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল। শেষকৃত্যে পরিবারের পাশে থাকেন তাঁরা। শুভেন্দুর সঙ্গে বিতানের স্ত্রীর কথপোকথনের ভিডিয়ো রীতিমত ভাইরাল বর্তমানে। এদিন শহরে বিতান অধিকারী এবং সমীর গুহর দেহ আসার পর এবং তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়ে এই জঙ্গিহানার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল ঘোষ। তিনি এদিন লেখেন, ‘কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় ইসলামি জঙ্গি হানায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহর নিথর দেহ। বিতান বাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়ে জানালেন আমাদের একটাই অপরাধ, আমরা হিন্দু ছিলাম।’
তিনি এদিন আরও লেখেন, ‘মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোকস্তব্ধ দুই পরিবারকে স্পষ্ট জানালেন, এ লড়াই দলমত ভুলে সব হিন্দুর, এর শেষ দেখে ছাড়বেন। এটা ভারতবর্ষ। আর কোন ভন্ড সেক্যুলারকে ভুল বুঝিয়ে হিন্দু ঐক্য ভাঙার সুযোগ তিনি দেবেন না।’
