নিউজ ডেস্ক ::বুধবার রাতে শ্রীনগর থেকে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছে নিহত বিতান অধিকারী ও সমীর গুহর মরদেহ। বিতানের সাড়ে তিন বছরের বাচ্চাকে কোলে নিয়ে শুভেন্দু নিশানা করেছেন সেকুলার-পন্থীদের। বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে বিতান অধিকারীর কফিনবন্দি মরদেহ এসে পৌঁছোয়। ততক্ষণে বিমানবন্দরে হাজির হয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্য সহ গেরুয়া দলের অন্যান্য নেতারা। রাজ্য সরকারের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ কয়েকজন গিয়েছিলেন নিহতদের মরদেহে শ্রদ্ধা জানাতে। এদিন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন নিহত বিতান অধিকারীর স্ত্রী। তাঁর কাছে গিয়ে শুভেন্দু কোলে তুলে নেন বিতানের সাড়ে তিন বছরের শিশুপুত্রকে।
তারপরেই অরূপ বিশ্বাস-সহ অন্যদের দিকে আঙুল দেখিয়ে নিহত বিতান অধিকারীর স্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “আপনি বলুন, হিন্দু বলে মেরেছে। এদের বলুন ওই সেকুলারদের। হিন্দুস্তানে হিন্দুকে খুন করেছে। গাজা শেষ। ইজরায়েল শেষ করেছে। আমরাও শেষ করব। মোদীর বাচ্চা আমরা। হিন্দু বলে খুন করেছে।”
এরপরেই নিহত বিতান অধিকারীর স্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালদের বলতে থাকেন, “ওর (নিহত বিতানের শিশুপুত্র) চোখে সামনে ওর বাবাকে মেরেছে। ওরা বলেছে আপনি কি কলমা পড়তে জানেন? উনি বলেছেন আমি জানি না… মেরে দিল…।”এই ঘটনায় ফুঁসছে শুভেন্দু সহ সমস্ত ভারতবাসী। প্রসঙ্গত ওই শিশুপুত্রের সারা জীবনের পড়াশুনার দায়িত্ব নেন শুভেন্দু।
