নিউজ ডেস্ক ::পৃথিবীময় ভূমিকম্প হয়েই চলেছে। সাম্প্রতিককালে মায়ানমারের পরে আফানিস্তান ভূমিকম্পে কেঁপে ওঠে। এবার কাঁপলো তুরস্ক। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.২। প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। তবে কম্পনের আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। এক ব্যক্তি আতঙ্কিত হয়ে বারান্দা থেকেই লাফিয়ে পড়েন। তাঁর শরীরে চোটআঘাত লেগেছে। কম্পনের উৎস ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এদিনের কম্পনে অনেকের মনেই ফিরে এসেছে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারির স্মৃতি। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কয়েক ঘণ্টা পরে ফের কেঁপে ওঠে তুরস্ক। দুই কম্পনে তছনছ হয়ে যায় দক্ষিণ ও দক্ষিণপূর্ব তুরস্কের ১১টি প্রদেশ। সব মিলিয়ে প্রাণ হারান ৫৩ হাজার মানুষ।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছিল মায়ানমার। ৭.৭ মাত্রার ভূমিকম্পে কার্যত গুঁড়িয়ে যায় একের পর এক বহুতল, ব্রিজ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে মৃত্যু হয় ৩১০০ মানুষের। পরে কম্পন অনুভূত হয় আফগানিস্তানেও। উভয়ক্ষেত্রেই কাঁপুনি টের পায় ভারতও। এবার কাঁপল তুরস্ক।
