কাশ্মীরে পর্যটক হত্যা কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া মিমির

নিউজ ডেস্ক ::২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। আহত আরও ২০। মারার আগে ধর্মীয় পরিচয় জেনে তাঁদের গুলি করা হয়েছে। এমন নিন্দনীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন তারকারাও। এই ঘটনা নিয়ে সরব অভিনেত্রী মিমি চক্রবর্তীও। অভিনেত্রী বলেন, ‘গতকাল যাঁরা দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের সকলের জন্য আমার হৃদয় কাঁদছে। নিরীহ কিছু মানুষ বেড়াতে গিয়েছিলেন, আনন্দ করতে গিয়েছিলেন, তাঁদের প্রিয়জনের সঙ্গে। কারও সদ্য বিয়ে হয়েছে, কারও হয়তো প্রথমবার তাঁর পার্টনারের সঙ্গে ট্রিপ ছিল। কারও স্বপ্নের জায়গা ছিল এই কাশ্মীর। কেউ-কেউ হয়তো একটা ভিডিয়ো তৈরি করেছেন, প্রথমবার শিকারায় চড়ে কতটা মজা লাগছে তা নিয়ে। এখন সেই জায়গায় ছড়িয়ে রয়েছে মৃতদেহ, রক্ত, সারাজীবন ধরে চলে আসা সন্ত্রাসের ছাপ, ভয়ঙ্কর স্মৃতি, হাহাকার।’

মিমির কথায়, ‘আমি প্রার্থনা করি, সমবেদনা জানাই, যেসব প্রাণ গেল, তাঁদের জন্য। যেসব মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছেন, তাঁদের সকলের জন্যই আমার প্রাণ কাঁদছে।’ গতবছর মাকে নিয়ে ঘুরতে ভূস্বর্গে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, ‘গত বছর মাকে সঙ্গে নিয়ে সোনমার্গ গিয়েছিলাম। ভীষণ সুন্দর জায়গা। এই ঘটনার পর তো যে, কোনও টুরিস্ট স্পট ঘিরেই এরকম আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে। আগেও অন্য শহরে এরকম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *