নিউজ ডেস্ক ::মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট , শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের যুব তৃণমূল কংগ্রেসের।
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় তিনি সামাজিক মাধ্যমে লক্ষ্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অপমান। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন । এই বিষয়ে বুধবার বাগদা কুরুলিয়া হাই স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাগদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল ।
এই বিষয়ে বাগদা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কিংকর মন্ডল জানিয়েছেন আমরা এই বিষয়ে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি করছি আমরা।
অভিযুক্ত শিক্ষিকার বাড়িতে গেলেও তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
