ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির এখন সারা ভারতের

নিউজ ডেস্ক ::ভারতীয় ডাক বিভাগ বর্ধমান শাখায় প্রকাশ করেছে এক বিশেষ খাম, যাতে রয়েছে সর্বমঙ্গলা মন্দিরের ছবি। বুধবার বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে উদ্বোধন করা হল এই বিশেষ খাম। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের খ্যাতি রয়েছে রাজ্যজুড়ে। প্রায় ৩০০ বছরেরও বেশি পুরানো বর্ধমানের এই মন্দির। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন বর্ধমানের এই মন্দিরে। বর্ধমানবাসীর কাছে এই মন্দির একটা আবেগ একটা শ্রদ্ধা, ভক্তির জায়গা। তাই যখন এই মন্দিরের ছবি দিয়ে ডাক বিভাগের তরফে তৈরি হল বিশেষ খাম তখন এই খবরে আনন্দিত হয়েছেন বহু মানুষ। এর আগে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ছবি এবং তথ্য সম্বলিত বিশেষ খাম প্রকাশ করা হয়েছিল। তবে এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ছবি দিয়েও তৈরি হল বিশেষ খাম।

এই প্রসঙ্গে পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ ঋজু গাঙ্গুলী জানিয়েছেন , “এই স্পেশাল কভার প্রকাশ করাটা আমাদের ডাক বিভাগের কাছে একটা সম্মানের এবং গর্বের বিষয়। ডাক বিভাগ শুধুমাত্র চিঠিপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, অ্যাকাউন্ট খোলা বা জীবনবিমা করার জন্য নয়। ডাক সেবা জনসেবা অর্থাৎ মানুষের বিশ্বাস সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা। যারা বিদেশে আছেন তারাও চাইলে অনলাইনে অর্ডার প্লেস করে এই বিশেষ কভার সংগ্রহ করতে পারবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মায়ের নাম সারাদেশে পৌঁছে যাবে এই কভারের মাধ্যমে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *