মাধ্যমিকে উত্তীর্ন পড়ুয়াদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক ::সমস্ত উদ্বেগের অবসান ঘটিয়ে শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সাফল্য কামনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবছর গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবার ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪, যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা।

শুক্রবার সকাল ৯টা নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মেধা তালিকা প্রকাশ করে জানান, প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামিদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *