‘অপারেশন সিঁদুর’-এর পরে পাকিস্তানের শেয়ার বাজার সম্পূর্ণ ধসে পড়লো

নিউজ ডেস্ক: আধুনিক বিশ্বে যেকোনো দেশের উত্থান ও পতন অনেকটাই বোঝা যায় সেই দেশের শেয়ার বাজারের উপর। এবার সেই প্রভাব দেখা গেলো পাকিস্তানের শেয়ার বাজারে। মঙ্গলরাতের মারণ হামলা প্রকাশ্যে আসার পর বুধবার কার্যত রক্তস্নাত হল পাকিস্তানের শেয়ার বাজার। রীতিমতো আতঙ্কিত প্রতিবেশী দেশের বিনিয়োগকারীরা। অন্যদিকে, পাকিস্তানকে দেওয়ার পর ভারতের বাজারে দেখা গেল সবুজ সংকেত। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পাকভূমে ভারতের হামলার খবর প্রকাশ্যে আসার পর আতঙ্ক ছড়ায় পাকিস্তানের বিনিয়োগকারীদের মধ্যে। যার জেরে করাচি ১০০-এর সূচক এক ধাক্কায় ৬,২৭২ পয়েন্ট নিচে নামে। প্রায় ৫.৫ শতাংশ পতন ঘটেছে।

মঙ্গলবার করাচির বাজারের সূচক ছিল ১,১৩,৫৬৮ পয়েন্ট। সেটাই বুধবার নেমে দাঁড়ায় ১০৭,২৯৬.৬৪তে। তবে এই পতন শুধু বুধবার নয়, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর থেকে ভারতের প্রত্যাঘাতের ভয়ে লাগাতার নিম্নমুখী পাকিস্তানের শেয়ার বাজার। গত ১৫ দিনে প্রায় ৮ শতাংশ পতন দেখা গিয়েছে পাক বাজারে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, কী কারণে দেশের বাজারে এই পতন ঘটছে তা খতিয়ে দেখে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *