নিউজ ডেস্ক: ২২ এপ্রিলের নির্মম কাণ্ডের পরে মঙ্গলবার মধ্য রাতে ভারত তীব্র আঘার হানে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলোতে। এতে প্রাণ যায় প্রায় শতাধিক মানুষের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু’ ইজরায়েল ও পানামা। পূর্ণ সমর্থন জানিয়েছে ইহুদি দেশটি। পাশাপাশি দিল্লি ও ইসলামাবাদের এই লড়াইয়ে শান্তির বার্তা দিয়েছে আমেরিকা, চিন, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন। প্রসঙ্গত এই হামলার আগে ভারত আমেরিকা, রাশিয়া ও ব্রিটেনের সঙ্গে কথা বলে নিয়েছিল।
১৫ দিনের এই অপেক্ষার মাধ্যমে আসলে পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সময় দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান যে কোনও পদক্ষেপ করবে না তা জানাই ছিল। সেইমতো শুরু হয় প্রস্তুতিও। পাকিস্তানকে ভারতের তরফে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরই নেমে আসে প্রত্যাঘাত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা। লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন-সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর আঁতুড় ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই প্রত্যাঘাতে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে ইজরায়েল। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এক্স হ্যান্ডেলে বলেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে ইজরায়েল সম্পূর্ণভাবে সমর্থন করে। সন্ত্রাসীদের জেনে রাখা উচিত যে নিরীহদের উপর হামলা চালিয়ে লুকিয়ে থাকা যায় না।’
