বলোচ বিদ্রোহীদের আক্রমনে উড়ে গেলো পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি

নিউজ ডেস্ক: একদিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’ ও অন্যদিকে বলোচ বিদ্রোহীদের আক্রমনে পরে পাকিস্তানের অবস্থা এখন খুবই খারাপ। ঘরে-বাইরে সবদিকেই বিপদ। ভারতের প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাকিস্তানের গভীর ক্ষতে নুন-লঙ্কার গুঁড়ো ছিটালো বালুচ আর্মি। আইইডি বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দেয় বিদ্রোহী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। বিস্ফোরণে ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাচ এলাকা দিয়ে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোল আইইডি দিয়ে বিশাল বিস্ফোরণ ঘটানো হয়।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বালুচ আর্মির হামলার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পর গাড়িতে থাকা পাক সেনারা কয়েক মিটার বাতাসে উড়ে যায়। নিমেষে তাদের দেহ টুকরো টুকরো হয়ে যায়। পাকিস্তানি সেনাবাহিনীও এই হামলার কথা স্বীকার করে নিয়েছে, তবে তাদের দাবি, আইইডি বিস্ফোরণে ৮ সেনার মৃত্যু হয়েছে। হামলাকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন মেজর র‌্যাঙ্কের অফিসার ছিলেন। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই বালুচিস্তান উত্তপ্ত। পাকিস্তান বাহিনীর উপরে তারা বারবার আঘাত হানছে। গত মার্চ মাসেই কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস অপহরণ করে নেয় বালুচ লিবারেশন আর্মি। সংঘর্ষে অনেক পাকিস্তানি সেনাও নিহত হয়। অদূর ভবিষ্যতে এই বালুচিস্তানকে পাকিস্তান আর হয়তো ধরে রাখতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *