“কেউ বিভ্রান্তি ছড়াবেন না” – বার্তা মমতার

নিউজ ডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার হাতে পাকিস্তানের শতাধিক জঙ্গি ও তাদের পরিবারের মৃত্যু হয়েছে। এই নিয়ে সারা ভারতে নানা খবর ছড়িয়ে পড়েছে। এরপর বুধবার সন্ধেবেলা নবান্ন থেকে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে আশ্বস্ত করেন। প্যানিক না হওয়ারও বার্তা দেন। এই সঙ্গে বড় কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রক সীমান্ত এলাকার কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। কী আলোচনা হয়েছে সেটা এখানে বলব না। আমরাও আজ আলোচনা করেছি। সবাই একসঙ্গে কাঁধে কাধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনও বিভেদ যেন না হয়। সবাই আমরা দেশের পক্ষে।”

সাংবাদিকদের তিনি আরও বলেন, “সব খবর বিশ্বাস করতে হবে না। আর যদি কেউ বিভ্রান্ত করেন তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য মিটিংয়ে জানানো হয়েছে। এটা টিআরপি বাড়ানোর সময় নয়। এটা দেশ রক্ষার সময়। দেশ রক্ষার জন্য সেনাদের কাঁধে কাধ মিলিয়ে চলতে হবে। সাধারণ নাগরিক হিসাবে আমরা এই কাজ করব।” তিনি স্পষ্ট করে বলেন, এখানে কোনো ধর্ম বা সম্প্রদায়ের ব্যাপার নয়, আসল কথা ভারতমাতাকে রক্ষা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *