নিউজ ডেস্ক: একজন শাহরুখ খানের নায়িকা। অপর জন আদ্যন্ত অনুরাগী। মাহিরা খান এবং হানিয়া। ভারতে দুই পাক নায়িকার জনপ্রিয়তাও ছিল দেখার মতো। পহেলগাঁও কাণ্ডের পর যদিও সেই সমীকরণে ছেদ পড়ে। লস্কর-ই-তৈবা সেই হামলার দায় নিতেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ করে ভারত। আর সেই প্রক্রিয়ায় মাহিরা এবং হানিয়া-সহ অন্য পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও বাতিল করে দেওয়া হয় দেশে। মধ্যরাত পেরিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ক্ষেপনাস্ত্র হানা চালিয়েছে ভারত। মোট ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। সবক’টিই জঙ্গিঘাঁটি। এরপরেই ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিবাদ করেন দুই পাকিস্তানি নায়িকা।
পহেলগাঁওয়ের নৃশংসতার ১৫ দিনের মাথায় পাক জঙ্গিঘাঁটে গুঁড়িয়ে দেয় ভারত। ইনস্টাগ্রামে হানিয়া লেখেন, ‘বলার মতো ভাল শব্দ এখন আমার কাছে নেই। রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মন ভারাক্রান্ত। এক শিশুর মৃত্যু হয়েছে। কত পরিবার ভেঙে পড়েছে। কিসের জন্য? সুরক্ষা মোটেই এভাবে দেওয়া যায় না। এটা নিষ্ঠুরতা। নিরীহ মানুষের উপর বোমা ছুড়ে সেটাকে কৌশল বলা যায় না! এটা শক্তি নয়। এটা লজ্জাজনক। এটা কাপুরুষোচিত। আমরা সকলেই আপনাদের দেখছি।’ হানিয়ার সঙ্গে একই সুরে ‘রঈস’ খ্যাত মাহিরার বক্তব্য, ‘এই ঘটনা খুবই কাপুরুষোচিত। সকলের শুভবুদ্ধি হোক।’ ‘সনম তেরি কসম’ খ্যাত মাওরা হোকেনের জনপ্রিয়তাও ভারতে দেখার মতো। ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে গলা চড়িয়েছেন তিনিও। মাস কয়েক আগেই ভারতে যাঁর ছবি রমরমিয়ে চলেছে, সেই নায়িকার মতে এই অভিযান ‘লজ্জাজনক’।
