অনির্দিষ্টকালের জন্য বন্ধ IPL

নিউজ ডেস্ক: ভারত পাক যুদ্ধের আবহে বৃহস্পতিবার রাতেই খেলার মধ্যে IPL বন্ধ করে দেওয়া হয়। এবার আনুষ্ঠানিক ঘোষণা করে অনির্দিষ্ট কালের জন্য তা বন্ধ করা হলো। আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়। বৃহস্পতিবার সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত স্থগিত করে দেওয়া হবে। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার ৷ কারণ এর আগে ভারতে লোকসভা নির্বাচন এমনকী, করোনার সময়েও আইপিএল বন্ধ হয়নি। ভারত থেকে এর আগে অন্য দেশে আইপিএল টুর্নামেন্ট সরানো হয়েছে ৷ ২০২০ সালে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। ২০২১ সালে শুধুমাত্র মুম্বইয়ের বিভিন্ন মাঠে আইপিএলের একটি পর্ব হয়। পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় আমিরশাহিতে। এবার ভারত-পাক সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধই করে দেওয়া হল টুর্নামেন্ট ৷

বৃহস্পতিবার জরুরিকালীন বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, সেখানেই টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চরমে ভারত-পাকিস্তান সংঘাত। আর এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এহেন সিদ্ধান্ত। যা বোঝা যাচ্ছে, এবার IPL শেষ করা হয়তো যাবে না। এখন আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *