পৌর কর্মচারীদের সম্মেলন গোবরডাঙ্গায়

নিউজ ডেস্ক ::পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের ডাকে রবিবার দুপুরে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার গোবরডাঙ্গা এলাকায় একটি সম্মেলন করা হলো। সম্মেলন শুরুতেই রাজ্যসভার সাংসদের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে করা হয়,ও গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
গোবরডাঙ্গা পৌর টাউনহলে এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসির কয়েকজন নেতৃত্ব। ও বনগাঁ সাংগঠনিক জেলার দুটি পৌরসভার পৌর চেয়ারম্যান ও কাউন্সিলারা,এ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। পৌর কর্মচারীদের অভাব অভিযোগের নানা কথা এদিনের সম্মেলনের মাধ্যমে উঠে আসে। দাবিগুলি আগামী দিনে কমিটিতে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *