নিউজ ডেস্ক ::খেতে ভালবাসেন তিনি। বিরিয়ানি তাঁর প্রিয়। তবে স্বাস্থ্যের কথা ভেবে এখন তিনি খাওয়া-দাওয়ায় রাশ টেনেছেন। জানা যায়, সৌরভ এখন ভাত-রুটি খাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছেন। সামনেই জামাইষষ্ঠী। এই সময় অনেকেই রবিবার বাড়িতে কী কী মেনু করবেন তা নিয়ে ভাবনা-চিন্তা করছেন। তবে অনেক বাড়িতেই এখনও ইলিশ বনাম চিংড়ি লড়াইটা চলে। সৌরভের কোনটা বেশি পছন্দের! সম্প্রতি খাবার সংক্রান্ত একটি ইউ টিউব চ্যানেলে সৌরভ জানিয়েছেন, ইলিশ, চিংড়ি ও কাঁকড়া, তিনটিই তাঁর খুব পছন্দের। সৌরভ এটাও বলেন, তিনি বরাবর বাঙালি খাবারে অভ্যস্ত।
সৌরভ বলেন, একটা সময় তাঁদের বাড়িতে চিংড়ি, ইলিশ ও কাঁকড়ার বিভিন্ন পদ রান্না হত নিয়মিত। তবে এখন ডায়েট প্ল্যান-এর মধ্যে থাকায় তিনি খাওয়া-দাওয়ায় রাশ টেনেছেন অনেকটা। তবে তাঁর স্ত্রী ডোনার কিন্তু এখনও রবিবার মাংস না হলে চলে না। সৌরভ আরও বলেছেন, চিংড়ি মাছের মালাইকারি তাঁর খুবই পছন্দের একটি পদ। এমনকী ভাত, ডাল, পোস্ত খেতেও তিনি ভালবাসেন। তবে এখন সৌরভ প্রোটিন ডায়েট করেন। কারণ তাঁকে বিভিন্ন অ্যাড শুট করতে হয়। ফলে শরীর ফিট রাখতে হয় কাজের স্বার্থে।
