নিউজিল্যান্ডের সংসদভবনে ঘটে গেলো এক আশ্চর্য ঘটনা

নিউজ ডেস্ক ::সংসদ অধিবেশন চলাকালীন সকলকে চমকে দিয়ে হঠাৎ সর্বসমক্ষে নিজের নগ্ন ছবি তুলে ধরলেন মহিলা সাংসদ। বক্তব্য পেশ করার সময় হঠাৎই এই কাণ্ড করে বসেন নিউজিল্যান্ডের সাংসদ লরা ম্যাকলিউর। আকস্মিক এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান সেখানে উপস্থিত বাকি সাংসদরা। যদিও এই ছবির নেপথ্যে লরার বার্তা শুধু নিজের দেশ নিউজিল্যান্ড নয়, নজর কেড়ে নিলেন গোটা বিশ্বের। আসলে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন আশীর্বাদ বয়ে এনেছে মানুষের কাছে, অন্যদিকে এর ভয়াবহতার কোপে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই ইস্যুতেই সংসদে বক্তব্য রাখছিলেন নিউজিল্যান্ডের এসিটি পার্টির সাংসদ লরা।

ঠিক তখনই সকলকে চমকে দিয়ে নিজেরই একটি নগ্ন ছবির পোস্টার তুলে ধরেন। সাংসদ বলেন, “এটি আমারই নগ্ন ছবি। যদিও ছবিটা আসল নয়। এই ছবিটা তৈরি করতে আমার মাত্র ৫ মিনিট সময় লেগেছে।” সংসদে ছবিটি দেখানোর ক্ষমা চেয়ে সাংসদ বলেন, “আমি আসলে সংসদের অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে এমনটা করেছি। এটা বোঝানোর জন্য যে এই কাজটা কত সহজ এবং ভয়াবহ। আমাদের দেশের যুব সম্প্রদায় এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে আমাদের উচিত এই বিষয়ে কোনও পদক্ষেপ করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *