নিউজ ডেস্ক ::রেলের তরফ থেকে দেওয়া হয়েছিল উচ্ছেদের নোটিশ। কারণ ওই জনবসতির জায়গা দিয়ে তৈরি হবে নতুন রেল পথ। যার ফলে প্রায় শতাধিক পরিবারকে ঘরছাড়া হতে হবে। কিন্তু রেলের এই কথা মানতে নারাজ সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন বিধায়ক। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনভাবেই নয় সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক। শতাধিক পরিবার প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। বাঁশবেড়িয়া অবনী পল্লীর সেই বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেয় রেল। ৫৫ টি পরিবারকে এই নোটিশ ধরানো হয় মাস খানেক আগে। মঙ্গলবার ছিল উচ্ছেদের দিন।
রেল উচ্ছেদ ঠেকাতে সকাল থেকে বাঁশবেড়িয়া স্টেশন লাগোয়া রেল গেটের পাশে অবস্থান শুরু করে তৃনমূল কংগ্রেস। স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব অবস্থান শুরু করেন। বিধায়ক তপন বলেন, “পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না আগেই আমরা জানিয়েছিলাম। আজ রেলের উচ্ছেদ করার দিন ছিল তাই আমরা অবস্থান ধর্না শুরু করি। একটা পরিবারকেও এখান থেকে বিনা পুনর্বাসনে উচ্ছেদ করা যাবে না।”
