নিউজ ডেস্ক ::পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর ব্যারাকপুর জুড়ে বেড়েছে অপরাধ। ভিডিও প্রকাশ করলেন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে।
বিজেপির দাপুটে নেতা অর্জুন সিং কে হারিয়ে আজকের দিনে এক বছর আগেই সাংসদ হয়েছিলেন পার্থ ভৌমিক। ভোটের আগে পার্থ ভৌমিকের স্লোগান ছিলো ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম করার। অনেকেই বলেন গুন্ডারাজ দমনের কথা বলেই আজকের দিনে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।তবে বিজেপি নেতারা বারংবার দাবি করেছেন পার্থ ভৌমিক সাংসদ হবার পরেই গোটা ব্যারাকপুর জুড়ে নেমে এসেছে সন্ত্রাস।আজ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পরে ব্যারাকপুর জুড়ে ঘটে যাওয়া একের পর এক সন্ত্রাসের ভিডিও প্রকাশ করেন জনসমক্ষে।এমনকি তিনি এও বলেন আগামী দিনে ঘটে যাওয়া সন্ত্রাসের ছবি ব্যারাকপুরের ৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ব্যারাকপুরের সহ নাগরিক হয়ে আমি পার্থ ভৌমিকের থেকে জানতে চাই উনি যে গুন্ডারাজ খতম করার কথা বলেছিলেন এক বছর পর সেই গোটা ব্যারাকপুর জুড়েই যে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে এর কারণ কি। একের পর এক খুন, বোমাবাজি, ঘটেছে এই ব্যারাকপুর জুড়েই। উনি মানুষকে ভাওতা দিয়েছেন সেটা প্রমাণিত হয়েছে। পুলিশ প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে।
