আমেরিকার কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চিনের

নিউজ ডেস্ক ::আমাদের মানে আছে সেই ভয়াবহ কোভিদের কথা – যা ছড়িয়েছিল চিনের ইউহান শহর থেকে। এবার সেই চিন চেষ্টা করেছে ভয়ঙ্কর ছত্রাক ছড়িয়ে আমেরিকার কৃষি ব্যবস্থাকে নষ্ট করতে। সম্প্রতি এমনই ভয়াবহ ছত্রাক ট্রাম্পের দেশে পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন চিনা বিজ্ঞানী। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, কোনও দেশের অর্থনীতিকে চরম ধাক্কা দেওয়ার জন্য কার্যত মারণাস্ত্র এই ছত্রাক। গোটা ঘটনায় চিনের বিরুদ্ধে কৃষি-সন্ত্রাসের অভিযোগ উঠছে।
আমেরিকার তরফে জানা যাচ্ছে, এই মারণ ছত্রাক আমেরিকায় পাচারের চক্রান্তে যুক্ত এক চিনা দম্পতি। তাঁরা হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান এবং ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ।

মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জিয়ানকে এই ছত্রাক পাঠান লিউ। দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে জিয়ানকে। যদিও লিউ বর্তমানে কোথায় রয়েছেন তা জানা যায়নি। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুই চিনা বিজ্ঞানী ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ভয়ংকর ছত্রাক আমেরিকায় পাচারের ষড়যন্ত্র করেছিলেন। এই ছত্রাক গম, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের ‘হেড ব্লাইট’ রোগের কারণ। যার অর্থ কোটি কোটি ডলারের ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *