চিনের পরমাণুঅস্ত্র বিশ্বকে তাক লাগিয়ে দিলো

নিউজ ডেস্ক ::৩ জুন, নিজেদের সবচেয়ে মারাত্মক পরমাণু হাতিয়ার নিয়ে বেজিংয়ের রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করল চিনা লালফৌজ। মোবাইল লঞ্চারে চাপিয়ে রাজপথে প্যারেড করানো হল কয়েকশো ডিএফ-৫বি ব্যালিস্টিক মিসাইল-কে। এক একটি মিসাইল ৩-৪ টন পর্যন্ত পরমাণু বোমা বহনে সক্ষম। হামলায় কতটা ক্ষতি করতে পারে? একটা সহজ উদাহরণ দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যে পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা- তার চেয়ে অন্তত ২০০ গুণ বেশি শক্তিশালী এই পরমাণু বোমা বহনকারী মিসাইল।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ নিয়ে হুঁশিয়ারির মধ্যে এই মিসাইলের শক্তি প্রদর্শন আসলে ঘুরিয়ে ট্রাম্পকেই বার্তা দেওয়া যে, মার্কিন ভূখণ্ডও এখন আর চিনের হামলার পরিধির বাইরে নয়। চিনা সেনার দাবি, এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ১২,০০০ কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়তে পারে। তাও আবার নিখুঁত টার্গেটে। চিনা সেনার ভাঁড়ারে যত অস্ত্র আছে, এটা তার মধ্যে সবচেয়ে খতরনাক। ডিএফ-৫ মডেলের সিরিজের সবচেয়ে আধুনিক মিসাইল এটি। মিসাইলের এই সিরিজ তৈরির কাজ শুরু হয় আশির দশকে, ঠাণ্ডা যুদ্ধের আমলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *