নিউজ ডেস্ক :প্রনয় ঘোড়ুই :: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিতে চলেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির।বহু চাকরি প্রার্থী চাকরির নানা পরীক্ষার প্রস্তুতি নেন স্নাতক এবং স্নাতকোত্তরের পর। তার মধ্যে একটি অন্যতম পরীক্ষা এসএলএসটি। কিন্তু এই ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন হয় বিশেষ প্রস্তুতির। সেক্ষেত্রে কেউ ভর্তি হন কোচিং সেন্টারে, আবার কেউ নিজেই বাড়িতে প্রস্তুতি নিয়ে থাকেন।
এবার সেই এসএলএসটি পরীক্ষা প্রস্তুতি হিসেবে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পক্ষ থেকে দশদিনের ফ্রি কোচিং ক্লাস শুরু হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেলের জয়েন্ট কোঅর্ডিনেটর ড. রামকৃষ্ণ মণ্ডল।
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। এই WBSSC-SLST (স্টেট লেভেল সিলেকশন টেস্ট) হল পশ্চিমবঙ্গে পরিচালিত একটি প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগের পরীক্ষা। এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি নিতে, প্রথমেই আপনাকে পরীক্ষার ধরন, সিলেবাস, এবং যোগ্যতার মানদণ্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপর নিয়মিত পড়াশোনা, অনুশীলনের প্রস্তুতি নিতে হবে। সেই কারণেই ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষার সঠিক গাইডেন্স দিতে এবার বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিনামূল্যে কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
এখানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রার্থীরা বিভিন্ন স্তরের (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) জন্য আবেদন করে থাকেন। এই পরীক্ষা মূলত লিখিত মাধ্যমে হয়ে থাকে।
তবে মাথায় রাখতে হবে সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর কেন্দ্র করেই প্রশ্ন থাকবে , তারমধ্যে যেমন- শিক্ষকতার পদ্ধতি, শিক্ষা মনোবিজ্ঞান, সাধারণ জ্ঞান, এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর জ্ঞান। ছাত্র-ছাত্রীদের প্রত্যেকটি বিষয়ের উপর বিষয় ভিত্তিক আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকেরা ক্লাস নেবেন , যা তাদের এই পরীক্ষায় বসতে সাহায্য করবে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীদের সমস্ত নথি-সহ এই কোর্সে আবেদন করতে হবে। কোর্স শুরু হবে আগামী ১৫ ই জুন ২০২৫ থেকে। আবেদন জানানোর জন্য প্রার্থীদের বেলুড় রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মূল বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আবেদনের লিঙ্কটি পাওয়া যাবে। সেখানেই ক্লাসের সময়সূচি, আসন সংখ্যা ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি তাঁরা সেখানেই বিস্তারিত জানতে পারবেন।
