চিন-পাকিস্তানের যৌথ বিবৃতিতে ভারতের সমর্থন নেই

নিউজ ডেস্ক ::এই মুহূর্তে চিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে ভারত। সেখানে আলোচনা চলেছে বিস্তারিত আলোচনা। বুধবার থেকে চিনের কিংদাও শহরে শুরু হয়েছে এই বৈঠক। নয়াদিল্লি তরফে সেখানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল-সহ পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সম্মেলন চলাকালীনই ইঙ্গিতে চিন-পাকিস্তানের ‘গোপন’ জুটিকে কড়া জবাব দিয়েছেন তিনি। এদিন সম্মেলনে পেশ হওয়া যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে আপত্তি প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। স্পষ্ট ভাষায় প্রশ্ন তুললেন, যে বিবৃতিতে বালোচিস্তানকে পর্যন্ত জায়গা দেওয়া হয়েছে, সেখানে কেন ঠাঁই নেই পহেলগাঁওয়ের? ওয়াকিবহাল মহল বলছে, বিবৃতিতে পহেলগাঁওকে এড়িয়ে বালোচিস্তানকে জায়গা দেওয়ার মধ্যে দিয়ে, সেখানে চলা স্বাধীনতার দাবিতে আন্দোলনের নেপথ্যে ভারত-যোগকে ইঙ্গিত করছে চিন-পাকিস্তানের জুটি। পহেলগাঁওয়ের ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বনেতাদের ‘জাগাতে’ প্রতিটি বিশ্বমঞ্চকে ব্যবহার করছে ভারত।

সাংহাই কোঅপারেশন মঞ্চ থেকেও সেই কথাটাই মনে করাল নয়াদিল্লি। এদিন প্রতিরক্ষামন্ত্রী সম্মেলন থেকে বলেন, ‘সন্ত্রাসবাদ ও শান্তি কখনওই একসঙ্গে চলতে পারে না। টিকতে পারে না।’ এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে আস্তানা দিয়েছে তাদেরকে তার পরিণতিও ভোগ করতে হবে। কিছু দেশও সীমান্তে সন্ত্রাসবাদকে ক্রমাগত মদত দিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর উচিত দ্বিধা ভুলে তাদের সমালোচনা করা।’ এরপরেই পহেলগাঁওয়ের বিরুদ্ধে ভারতের নেওয়া পদক্ষেপের প্রসঙ্গ তুলে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘পহেলগাঁওয়ে মানুষের ধর্ম যাচাই করে হত্যালীলা চালিয়েছে এক দল জঙ্গিগোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *