নৈহাটি স্টেডিয়ামে হয়ে গেলো কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক ::এই প্রথম সিএফ এলের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো নৈহাটির নবনির্মিত বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। আর এর মধ্য দিয়েই যেন নৈহাটির ক্রীড়াপ্রেমী মানুষদের বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হল। প্রথমবারের জন্য কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ায় উন্মাদনা লক্ষ্য করা গেল দর্শকদের মধ্যেও। আইএফএ (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) পরিচালিত এই ঐতিহ্যবাহী লিগের ফুটবল খেলা উত্তর ২৪ পরগনার নৈহাটির স্টেডিয়ামে আয়োজিত হওয়ায় খুশি সাংসদ থেকে বিধায়কও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সনৎ দে, আইএফএ ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি সহ ফুটবল জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নজর কাড়া লেজার শো এবং সংগীতশিল্পী পৌশালির সঙ্গীত পরিবেশনা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট স্পোর্টিং ক্লাব এবং বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। দুটি দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই, আর তা দর্শক আসন থেকে চুটিয়ে উপভোগ করেন ক্রীড়া-প্রেমীরা।অত্যাধুনিক মানের এই স্টেডিয়াম নৈহাটিকে রাজ্যের ক্রীড়া মঞ্চে এক গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেবে বলেই আশা ক্রীড়া মহলের। আগামীতে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বাংলার প্রথম সারির ফুটবল দলগুলিকে খেলতে দেখা যাবে এই স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *