অনেকটাই দাম কমলো গ্যাসের

নিউজ ডেস্ক ::গ্যাসের দাম তো প্রতি মাসের ১ তারিখ নির্ধারন করা হয়। কখনো দাম বাড়ে তো আবার কখনো কমে। এবার এক ধাক্কায় অনেকটাই কমলো গ্যাসের দাম। এক ধাক্কায় ৫৮ টাকা ছাঁটাই করল কেন্দ্র। তবে এই ঘোষণায় কিন্তু আপনার রান্না ঘরের খরচ কমবে না। সেখানে যা পরিস্থিতি আছে, তাই থাকবে। জানা গিয়েছে, শুধুমাত্র বাণিজ্যিক বা রেস্তোরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাসে ক্ষেত্রে আপাতত এই বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়ির রান্নার গ্যাসের দাম যা ছিল, তাই থাকছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসে মোট ৫৮.৫০ টাকা ছাঁটাইয়ের ঘোষণা করেছে।

কলকাতাতে গতকাল পর্যন্ত ১৯ কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৮০২ টাকা। যা এবার ছাঁটাই পর এসে ঠেকেছে ১৭৪৪ টাকায়। চলতি বছরের শুরু থেকে মোট তিন বার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এপ্রিল মাসে কমেছিল ৪১ টাকা। জুন মাসে ২৪ টাকা ছাঁটাই করেছিল কেন্দ্র। ফেব্রুয়ারি ৭ টাকা দাম কমানোর পর মার্চেই আবার ৬ টাকা দর বেড়েছিল সিলিন্ডারের। এই নিয়ে তিন দফায় বাণিজ্যিক স্তরে সিলিন্ডারের দাম কমলেও, বাড়ির রান্নার গ্যাসে এক দফাও দর ছাঁটাই দেখা গেল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *