আজ দিল্লিতে তৃণমূল যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে

নিউজ ডেস্ক ::ভোটার তালিকা সংশধন নিয়ে বহুদিন ধরেই সরব তৃণমূল। বার বার করে তারা ভোটের তালিকার অসংতি সামনে এনে নির্বাচন কমিশনকে আক্রমন করেছে। আগামী ২১ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগেই দিল্লির মাটিতে জোর কায়েম রাখতে মরিয়া ঘাসফুল শিবির। সূত্রের খবর, এদিন বিহারের ভোটার তালিকা নিয়ে কমিশনে দ্বারস্থ হতে চলেছে তারা। সকাল ১১টার সময় কমিশনে যাবে তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এই বিশেষ দলকে কে নেতৃত্ব দিচ্ছেন সেই প্রসঙ্গে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিবারের মতো হয়তো একেবারে প্রথমসারিতেই হাঁটতে দেখা যাবে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। পাশাপাশি জানা গিয়েছে, এদিনের কমিশন ‘অভিযানে’ দিল্লির প্রতিনিধিদের সঙ্গে যোগ দেবেন বাংলার মন্ত্রীরাও।

তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন সাফ জানিয়েছিলেন, ‘বিহার ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সবাই সরব হবে। অধিবেশন পর্যন্ত কেউ অপেক্ষা করব না।’ সেই হুঁশিয়ারির পরেই আপাতত ভাবে ‘একাই’ কমিশনের পথে ঘাসফুল শিবির। পাশে ‘ইন্ডিয়া’র অন্য শরিকদের দেখা যায় কি না সেটার উত্তর দেবে সময়। উল্লেখ্য, সোমে বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম নির্দেশিকার পর সোমবার জারি করা নতুন বিজ্ঞপ্তিতে এক গুচ্ছ বদল এনেছে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *