নিউজ ডেস্ক ::আজকেও বৃষ্টি অব্যাহত থাকবে। এই মুহূর্তে বৃষ্টি বিদায় নেবার ততটা সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৬ জেলায়।
আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ২১ তারিখ পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেরই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে বৃষ্টির ব্যাপকতা ও দাপট কমবে। আগামীকাল থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি করা হয়নি। ২১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের কোনও সতর্কতা নেই। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর তরফে।
অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহের প্রতিটা দিনই বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে।
