নিউজ ডেস্ক ::বাংলার কৃষিভূমি বলে পরিচিত পূর্ব বর্ধমান। আর পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে হয় প্রচুর চাষ। পটল, পেঁপে, বেগুন, লঙ্কা সহ নানান ধরনের সবজি চাষ হয় এই অঞ্চলে। এখানকার উৎপাদিত সবজি শুধু কলকাতা ও রাজ্যের বিভিন্ন বাজারেই নয়, পৌঁছে যায় ভিন রাজ্যেও। অথচ, হঠাৎ করে হওয়া এক প্রবল ঝড়ে সেই সবজি চাষেই নেমে এল কাল ছায়া। চাষির মুখে ভর করল অনিশ্চয়তা আর হতাশা। তীব্র ঝড়ে প্রায় গোটা পূর্বস্থলী এলাকার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বিশেষভাবে প্রভাব পড়েছে কালেখাতলা এক নম্বর পঞ্চায়েতের বিশ্বরম্ভা গ্রামে।
এই গ্রামের একাধিক পটলের মাচা ও পেঁপে গাছ ঝড়ে ভেঙে পড়ে গেছে। অনেক ক্ষেতেই গাছ উপড়ে পড়েছে গোড়াসুদ্ধ, ফলে সবজির সঙ্গে সঙ্গে চাষের পরিকাঠামোও ধ্বংস হয়েছে। বিশ্বরম্ভা গ্রামের চাষি রণ দাস বলেন, “ঝড়ের দাপটে আমার পটলের সব মাচা ভেঙে গেছে। পাশাপাশি বেশ কয়েকটি পেঁপে গাছও উপড়ে পড়েছে। ফলত বড় ক্ষতির মুখে পড়েছি। সরকার যদি দ্রুত সাহায্য না করে, তাহলে সবজি চাষে ঘুরে দাঁড়ান অসম্ভব হয়ে পড়বে।” অনেক চাষিই জানান, তাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, এখন ফলন না পেলে ঋণ শোধ করাও অসম্ভব হয়ে দাঁড়াবে।
