বটের লাইসেন্স না পাওয়ায় চরম সংকটে সুন্দরবনের মৎস্যজীবীরা

নিউজ ডেস্ক ::১ জুলাই শুরু হয়েছে সুন্দরবনের নদীতে মাছ ধরার মরশুম। কিন্তু তারপর দুই সপ্তাহ হয়ে গেলেও মৎস্যজীবীরা হাতে পাননি বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি)। তাই বাধ্য হয়ে পেটের তাগিদে বিনা লাইসেন্সেই লুকিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ছেন ক্যানিং মহকুমার অনেক মৎস্যজীবী। রাতে মাছ ধরে আনছেন কেউ, কেউ ভোরের আলো ফোটার আগেই নদীতে বেরিয়ে পড়ছেন। কবে মিলবে বিএলসি, সেই প্রশ্ন ক্রমশ তীব্র হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে।

সপ্তাহ খানেক আগে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতে বিএলসি ও অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে মৎস্যজীবী সংগঠনগুলি বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছিল। সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, “বৈঠকের কথা মত লাইসেন্স নিয়ে নির্দিষ্ট একটি অর্ডার আসবে। তার জন্যই আমরা অপেক্ষা করছি। সেই নির্দেশ আসার আগে বিএলসি ইস্যু করা যাচ্ছে না।” এই অবস্থায় অনেক গরিব মৎস্যজীবী, যাঁরা এই মাছ ধরার উপরই নির্ভরশীল, ঝুঁকি নিয়ে লাইসেন্স ছাড়াই মাছ ধরতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *