নিউজ ডেস্ক ::বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল হৃষ্টপুষ্ট দুই চিতাবাঘের ছবি। এই প্রথমবার পুরুলিয়ায় একসঙ্গে স্ত্রী ও পুরুষ জোড়া চিতাবাঘের ছবি ধরা পড়ল বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায়। এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের অধিকারিক অঞ্জন গুহ বলেন, ‘সাধারণ মানুষ বনাঞ্চল সংরক্ষণের বনবিভাগকে যথেষ্ট সহযোগিতা করেছে। আগে মাঝে মধ্যে একটা আধটা চিতাবাঘের দেখা পাওয়া গেলেও বর্তমানে চিতার পরিবারের দেখা মিলেছে। মোট পাঁচটি চিতাবাঘ রয়েছে ওই এলাকায়।
পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে চিতাবাঘের এখন ভরা সংসার। একটা দুটো নয় পাঁচ পাঁচটি চিতাবাঘ রয়েছে সেখানে এমনটাই বন দফতর সূত্রে খবর। বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায় যে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি ধরা পড়েছে তারা ভাই-বোন। একই মায়ের সন্তান তারা। কোটশিলা বনাঞ্চলেই প্রায় তিন বছর আগে তাদের জন্ম হয়েছিল। এখন তারাই বড় হয়ে গিয়েছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায়। এটা আমাদের কাছে খুবই ভাল লাগার।
