নিউজ ডেস্ক ::দেশের প্রধানমন্ত্রী শুক্রবার রাজ্যে আসছেন ও দুর্গাপুরে একটি সভা করবেন। সেই নিয়ে
দলীয়ভাবে সেভাবে মিটিং মিছিল, পথসভা করা যায়নি। তাই বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভায় জন্যে আমন্ত্রণপত্র বিলি বিজেপির। বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে নিয়ে কার্ড বিলিতে বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। বুধবার গোপালমাঠ জুড়ে চলে এই কর্মসূচি। কিন্তু এভাবে কত লোককে টেনে আনা যাবে, তা নিয়ে চিন্তায় দল। প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন শুক্রবার। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সভাস্থল পরিদর্শন কিংবা ঘরোয়া বৈঠক করতেই ব্যস্ত। দলের জেলার নেতারা ক্ষুব্ধ। এই অবস্থায় বাড়ি বাড়ি ঘুরছেন নেতারা। বিভিন্ন জায়গায়। বিভিন্ন মহল্লায়। বুধবার যেমন প্রায় জনা তিরিশের বাড়িতে দেওয়া হয় আমন্ত্রণপত্র।
লকেট চট্টোপাধ্যায় বলেন, “২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুরে আসছেন এটাই মানুষের কাছে বড় চমক। আমরা সেই জন্য গোপাল মাঠের মানুষকে সভায় যাওয়ার আহ্বান জানালাম।” দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভায় আসার আমন্ত্রণপত্র বিলি করছেন বিজেপি কর্মীরা। কর্মীরাও নেতৃত্বের সঙ্গে থেকে ভিড় বাড়াচ্ছেন নেহরু স্টেডিয়ামে। কিন্তু দুর্গাপুর জুড়ে এই ‘মেগা ইভেন্ট’-এর প্রচারে ব্যর্থ বিজেপি। মিডিয়ার মাধ্যমে মানুষ জানছে প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে। কিন্তু কোথায় বা কখন সেই প্রচার নেই। তাই নেতৃত্ব ঘরে ঘরে গিয়ে আমন্ত্রণপত্র বিলিতে বাধ্য হলেন। যদিও এই অভিযোগ উড়িয়ে লক্ষণ ঘড়ই বলেন, “খুব অল্প সময়ের মধ্যে এই বড় কর্মসূচি হচ্ছে। তাই বৃহৎ আকারে প্রচার হচ্ছে না। বৃহস্পতিবার থেকে তিন-চারটে জেলা জুড়ে প্রচার শুরু হবে।”
