নিউজ ডেস্ক ::অরুণাচল প্রদেশকে নিয়ে প্রথম থেকেই চিন সম্পূর্ণ ভারত বিরোধী। ভারতের আপত্তি উড়িয়ে ব্রহ্মপুত্র নদে বিরাট বাঁধ তৈরির কাজ শুরু করল চিন। ১৬ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের ঘোষণা করেন চিনের প্রিমিয়ার লি কিয়াং। আগেই এই প্রকল্পের বিষয়টি জানা গিয়েছিল তবে শনিবার সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করল চিন। এই প্রকল্প নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু।
বিরাট মাপের এই হাইড্রোপাওয়ার প্রকল্পটি বিশ্বের বৃহত্তম বাঁধ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। ১৬ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি হওয়া এই প্রকল্পে প্রতি বছর ৩০ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে। তার ফলে ৩০ কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছবে। এই বাঁধ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ইয়ারলুং সাংপোর (ব্রহ্মপুত্রের তিব্বতি নাম) উপর বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চিন। ওদের বিশ্বাস করা যায় না। ওরা যে কী করতে পারে কেউ জানে না। সামরিক আগ্রাসনের কথা বাদ দিলাম। আমার মনে হয় এই বাঁধের প্রকল্প কোনও সামরিক আগ্রাসনের চেয়েও ঢের বেশি উদ্বেগজনক। এই বাঁধের ফলে আমাদের অস্তিত্ব সংকট পর্যন্ত হতে পারে। এই বাঁধকে ‘জলের বোমা’ হিসাবেও ব্যবহার করতে পারে চিন।”
