হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির একাধিক নদীবাঁধে জোরকদমে মেরামতির কাজ শুরু হয়েছে

নিউজ ডেস্ক ::এক নাগারে কয়েকদিন বৃষ্টির পরে। বৃষ্টি বন্ধ হয়েছে। নদীগুলোতে জলস্তর কমেছে। এই সময়টাকে কাজে লাগিয়ে বাঁধ মেরামটি শুরু হয়ে গেছে। বর্ষার প্রথম ঝড়বৃষ্টির পরেই সুন্দরবনের নদীবাঁধের ভাঙন নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছিল। রায়মঙ্গল, কালিন্দী, ডাসা-সহ একাধিক নদীর পাড়ে ধস নেমেছিল বর্ষার শুরুতেই। আতঙ্কে দিন কাটছিল এলাকার বহু মানুষের। গত কয়েক বছরের স্মৃতি এখনও টাটকা, যেখানে বহু নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। তবে এ বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই উদ্যোগী হয়েছে সেচ দফতর। বর্ষা শেষ হওয়ার আগেই এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির একাধিক নদীবাঁধে জোরকদমে মেরামতির কাজ শুরু হয়েছে।

বিশেষ করে হিঙ্গলগঞ্জ ব্লকের কেদারচক শিববাড়ি এলাকার রায়মঙ্গল নদীর পাড়ে বহুদিন ধরেই নদীবাঁধ দুর্বল হয়ে পড়েছিল। এবার সেই এলাকাতেই বালির বস্তা ফেলে বাঁধ তৈরি করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, ইছামতি নদীর পাড়, ডাসা ও কালিন্দীর মতো গুরুত্বপূর্ণ নদীগুলির বাঁধেও চলছে ঘর সাজানোর মতো করে বাঁধ নির্মাণের কাজ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঠিকই, তবে অনেকেরই আশঙ্কা—সময়মতো কাজ শেষ না হলে আবার বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই তাঁদের দাবি, দ্রুততার সঙ্গে সমস্ত দুর্বল নদীবাঁধগুলি মেরামতের কাজ শেষ করুক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *