নিউজ ডেস্ক ::হ্যাঁ, ঠিক শুনেছেন। এই ভরা বর্ষায় ইলিশ আর খিচুড়ি! একদম জমে ক্ষীর! উইন্ডোজের অফিসের অন্দরে ভূরিভোজের আয়োজন। তবে এ যেমন তেমন ভূরিভোজের আয়োজন নয়। এই আয়োজনের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘রক্তবীজ ২’ ছবি মুক্তির আগের উদযাপন। এই বর্ষায় কবজি ডুবিয়ে ইলিশ মাছ আর খিচুড়ি দিয়ে হল সেই উদযাপন। কিন্তু হঠাৎ এহেন ভাবনা কেন এল ছবির দুই পরিচালকের? আসলে এবার রক্তবীজ ২’ ছবিতে রয়েছে এমন একটি গান যার সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে রূপোলি ফসল ইলিশ। এই ছবির একটি গান আসছে খুব শীঘ্রই। যে গান বেঁধেছেন সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। সেই গানের সঙ্গেই ইলিশের একটা যোগ রয়েছে। এবার সেই বিষয়কে সেলিব্রেট করতেই একটি খাওয়াদাওয়ার আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, দেবলীনা কুমার-সহ আরও অনেকেই। উল্লেখ্য, এই গানে শোনা যাবে নব্য শিল্পীদের কণ্ঠ। তাঁরাও সামিল হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। শুধু তাই নয় ইতিমধ্যেই সোশাল মিডিয়াতেও রীতিমতো নজর কেড়েছে এই খাওয়াদাওয়ার মহাপর্বের ভিডিও। ইলিশ মাছ ভাজা থেকে খিচুড়ি তৈরি করা এমনকি নিজের হাতে খাবার টেবিলে সবাইকে সেই খাবার পরিবেশন করে দেওয়া নন্দিতা রায়ের এসবকিছুই নজর কেড়েছে। বিগত দু’বছর ধরে পুজোর ছবিতে চমক দিচ্ছে দুই পরিচালক। দর্শকের প্রতিবারই তাঁদের থেকে একটা আলাদা প্রত্যাশা তাহকে। এবারেও তার ব্যতিক্রম নয়। এমনকি ছবির প্রচারেও নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার।
