রায়দিঘি স্কুলে মিড ডে মিলে খিচুড়ি ও ইলিশ – খুশি ছাত্র-ছাত্রীরা

নিউজ ডেস্ক ::প্রায় প্রতিদিনই ভাত ডাল আর সবজি। খাবারে নতুনত্ব না থাকায় বিরক্ত ছাত্রছাত্রীরা। কিন্তু এবার মিডডেমিলে আসলো অভিনবত মেনু। মিড-ডে মিলে পাতে যে ইলিশ পড়বে সেই খবর আগে থেকেই ছিল। ফলে দুপুরের পর স্কুল প্রাঙ্গন ছাত্র-ছাত্রীদের কোলাহলে ভরে ওঠে। নিজেরাই চক-ডাস্টার হাতে নিয়ে বোর্ডে লিখতে শুরু করে দেয় ইলিশ উৎসব। রোজ খিচুড়ি অথবা সাদা ভাত, সিদ্ধ ডিম নয়তো সোয়াবিনের তরকারি। কোনও কোনও দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাঁট। মিড-ডে মিলের একঘেয়ে এই খাবারে অভ্যস্ত তাঁরা। সেখানে মিড-ডে মিলে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ইলিশ ভাজা, মিষ্টি খেয়ে আনন্দ আর ধরে না মথুরাপুর ২ নং ব্লকের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।

মিড-ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুবই আনন্দিত। এ নিয়ে বিভা হালদার নামের এক অভিভাবক জানিয়েছেন, তিনি আশেপাশের স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে এই ইলিশ দেওয়ার উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়। এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে চলে পঠন-পাঠন। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন। এই মিড-ডে মিলে ইলিশ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন, স্কুলটি সুন্দরবন এলাকায়। এখানের রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রফতানি হয়। কিন্তু এই এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *