পরমাণু যুদ্ধের দিকে কি এগোচ্ছে ট্রাম্প ও পুতিন?

নিউজ ডেস্ক ::এবার কি পরমাণু যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে গেলো বিশ্বের এই অন্যতম দুই শক্তিশালী দেশ? সম্প্রতি দু’টি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রুশ জলসীমার কাছে মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পালটা আমেরিকার সঙ্গে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা (Intermediate-Range Nuclear Forces or INF) মানবে না বলে হুঁশিয়ারি দিল রাশিয়া। বলা বাহুল্য, দুই অক্ষ শক্তির সংঘর্ষের নেপথ্যে ইউক্রেন। একাধিক পথে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর উপর চাপ সৃষ্টি করছেন ট্রাম্প। একদিকে যেমন ভারত-সহ রাশিয়ার বাণিজ্যবন্ধু রাষ্ট্রগুলিকে বাড়তি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন, তেমনই প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভের যুদ্ধবিষয়ক গরম মন্তব্যের পর দু’টি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রুশ জলসীমার কাছে ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দেন। এরই পালটা এল মস্কোর তরফ থেকে।

রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সোভিয়েত যুগের চুক্তির প্রতি বাধ্যতামূলক শর্তগুলি বর্তমানে আর নেই। মস্কো আর পূর্ববর্তী বিধিনিষেধগুলি মানতে বাধ্য নয়। পাশ্চাত্যের দেশগুলিই ক্ষেপণাস্ত্র চুক্তি অস্থিরতা তৈরি করছে। যা রাশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকির। এই অবস্থায় আমেরিকার সঙ্গে পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি (আইএনএফ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *