নিউজ ডেস্ক ::গত জুন মাসেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রাক্তন বিজেপি সাংসদ পিনাকী মিশ্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবাদ্ধ হওয়ার সংবাদ সামনে আসে। এবার হলো তারই রিসেপশন পার্টি। মঙ্গলবার নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ মহুয়া এবং আইনজীবী পিনাকী মিশ্রর রিসেপশন পার্টিতে এক্কেবারে চাঁদের হাট। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতা-নেত্রীরা। পেশায় রাজনীতির জগতের মানুষ হলেও মহুয়ার স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজরকাড়া। রিসেপশন পার্টিতেও তার ব্যতিক্রম হল না। লাল শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন তিনি। পিনাকী মিশ্র পরেছিলেন সাদা ও লাল কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি।
গত ৩ মে জার্মানির বার্লিনে চুপিসারেই বিয়ে সেরেছিলেন মহুয়া-পিনাকী। পরে তাঁদের পরিণয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসায় সুখবর জানা যায়। এরপর সোশাল মিডিয়ায় ভাইরাল হয় বিয়ের এক ভিডিও। সেখানে বিয়ের পোশাকে নবদম্পতিকে বলড্যান্স করতে দেখা গিয়েছিল। হিন্দি রোমান্টিক গানের তালে পিনাকী মিশ্রের বাহুডোরে হাসিমুখে নাচছেন মহুয়া। বার্লিনে ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হয় পিনাকী মিশ্র-মহুয়া মৈত্রর। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। দু’জনই রাজনীতিবিদ, দুঁদে যুক্তি-তর্কের মানুষ। চরিত্রের এমন সাদৃশ্যই বোধহয় তাঁদের এক হওয়ার অনুঘটক ছিল! ছিমছাম ভাবেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সাক্ষী ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ ও বন্ধুরা। তবে এদিন একেবারে এলাহী আয়োজন। তৃণমূল সাংসদদের পাশাপাশি অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি দেখা গেল কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর।
